ইরাকের রাজধানী বাগদাদে শক্তিশালী বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জনের বেশি মানুষ। স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) পূর্ব বাগদাদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্য বিভাগের একাধিক সূত্র।
নিরাপত্তা বাহিনীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, বাগদাদের একটি ফুটবল স্টেডিয়াম ও ক্যাফের কাছে একটি গ্যারেজে বিস্ফোরণ ঘটে। গ্যারাজের কাছেই রাখা ছিল একটি গ্যাসবাহী ট্যাংকার। গাড়িতে বেঁধে রাখা বিস্ফোরক থেকে সেই ট্যাংকারেও বিস্ফোরণ ঘটলে হতাহতের ঘটনা ঘটে। এতে আশপাশে বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়।
নিহতদের অধিকাংশই কিশোর। তারা বাড়ির কাছের স্টেডিয়ামে খেলছিল।
দেশটির সামরিক বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব বাগদাদের একটি গ্যারেজে গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হন। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে নিরাপত্তা বাহিনী।