পাকিস্তানে কাঠ পাচারে জড়িত থাকায় পাঁচটি গাধাকে আদালতে তোলা হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম জিও টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের চিতরাল শহরের সহকারি কমিশনারের আদালতে তোলা হয়েছিল ওই গাধাগুলোকে। এর আগে ওই গাধাগুলো পুলিশ হেফাজতে রাখা হয়। কাঠ পাচারের সঙ্গে জড়িত থাকায় গাধাগুলো আটক করা হয়েছিল।
মূলত কাঠ পাচার সংক্রান্ত মামলায় ওই গাধাগুলোকে আদালতে হাজির হওয়ার নির্দেশনা জারি করেন স্থাণীয় সহকারী কমিশনার। এগুলোকে জব্দকৃত সম্পদ হিসেবে আদালতে দেখানো হয়। পরবর্তীতে তদন্ত শেষে এগুলোকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার বলেন, গাধাগুলো এখন নিরাপদ। এগুলো দিয়ে পাচার কার্যক্রম চালানো ঘটনা খুব বেশি দিনের নয়।
তবে গাধাগুলো কর্তৃপক্ষের কাছে থাকায় আদালত সন্তুষ্টি প্রকাশ করেছেন।