রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের নতুন প্রস্তাব এখন ঢাকার টেবিলে। পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে দেখা করে নেইপিদোর সেই বার্তা পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসেন চীনের রাষ্ট্রদূত। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকের আলোচনায় রোহিঙ্গা সংকটের পাশাপাশি গুরুত্ব পায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত উত্তেজনার ইস্যুগুলোও।
এর আগে, রোহিঙ্গা প্রত্যাবাসনে নেইপিদো চীনকে চিঠি দিয়ে ঢাকার কাছে সাক্ষাতের সময় চেয়েছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী। একই সাথে চীনের মধ্যস্ততায় রোহিঙ্গা সংকট সমাধানের কাছাকাছি ঢাকা-নেইপিদো বলেও জানিয়েছিলেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং।