১
এতক্ষণে এই বুঝি পৃথিবী ঘুমালো
ছায়াছবি পলাতকা খুশি উস্তাদ
নৌকায় স্বপ্নের মেঘ চমকালো
পরদেশী পালতোলা মরশুমী চাঁদ।
২
লক্ষ্য যা থাকে, যায়, রাত দেখভাল
আসা-যাওয়া লোক খোঁজা সব ওষুধের,
কথার খেলাপে বোনা অসুখের জাল
বলা কওয়া ফিরে চাওয়া ঘড়ি, মিনিটের।
৩
রাতের আকাশে যারা, জোৎস্নার তারা
দিনে রোদে চড়া, ভূমি, নেই তো সাহারা।
৪
নিজেরা যে দোষ করি, ইচ্ছে ফোটাই
বাইরে অনেক কিছু, ভিতরে ওটাই।
৫
আকাশের গানে বিষাদের সুর ঘুরছে সময় চাকা
আজ সেখানেই মেঘের খেয়াল হতাশার গতিপথ।
৬
এই শহরে তো মানুষেরা পড়ে আর পোড়ে কত বই
মন নিয়ে রোজ ক্ষণিকের বাঁচা স্থানিকের দরে কই।