যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের দেড় মাসের কম সময়ের মাথায় প্রধানমন্ত্রিত্ব হারানোর শঙ্কায় পড়েছেন লিজ নিজ দলের ভেতরেই তার পদত্যাগের দাবিতে সরব হয়েছেন বেশিরভাগ এমপি।
এমন পরিস্থিতিতে বুধবার (১৯ অক্টোবর) ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান পদত্যাগ করেছেন। বার্তা সংস্থা এএফপি ব্রিটিশ সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
তবে তার পদত্যাগের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিক জানা যায়নি।
দা গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, লিজ ট্রাস প্রধানমন্ত্রীত্ব টিকিয়ে রাখার জন্য পরিকল্পনা বাতিলের মুখে সুয়েলা ব্রাভারম্যান পদত্যাগ করলেন। এটি প্রধানমন্ত্রীর কর্তৃত্বের জন্য আরেকটি বড় ধাক্কা হবে। ব্র্যাভারম্যান ট্যাক্সের শীর্ষ হারে ট্রাসের ইউ-টার্নের একজন স্পষ্টবাদী সমালোচক ছিলেন।