দুই রোহিঙ্গা মাঝি নিহতের ঘটনার রেশ না কাটতে আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বাংলাদেশের কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে। এবার হত্যা করা হয়েছে মোহাম্মদ সৈয়দ হোছাইন (২৪) নামে এক রোহিঙ্গা তরুণকে। সে উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পের ব্লক এ/১০ এর বাসিন্দা ছিল।
সোমবার (১৮ অক্টোবর) রাতে ১৯ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন-৮ সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ।
তিনি বলেন, “ক্যাম্প ১৯ এর ‘এ’ ব্লকে একটি চায়ের দোকানের সামনে ছৈয়দ হোছাইন দাড়িয়ে কথা বলছিল। এ সময় ১০-১২ জনের একটি দল তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে এবং গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, “আরসা নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী ছৈয়দ হোছাইনের ওপর হামলা চালায় এবং ৮-১০ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়।”
সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ আরও বলেন, “রোহিঙ্গা সন্ত্রাসীরা এর আগে ছৈয়দ হোছাইনের বাবা জমিল হোসেনকে খুন করে। ওই খুনে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য সে তৎপর ছিল। সেই আক্রোশ থেকেই সন্ত্রাসীরা তাকেও হত্যা করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে টহল জোরদারের পাশাপাশি এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
এর আগে, গত ১৫ অক্টোবর রাতে উখিয়ার ১৩ নম্বর ক্যাম্পে দুই মাঝিকে কুপিয়ে হত্যা করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এর রেশ না কাটতে দুইদিনের মাথায় আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।