আবারও ইউক্রেনজুড়ে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, স্থানীয় সময় রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তার দেশে দফায় দফায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ সময়ের মধ্যে দেশজুড়ে ৩০টিরও বেশি শহর ও গ্রামকে লক্ষ্যবস্তুতে পরিণত করে হামলা চালিয়েছে তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইউক্রেনের জেনারেল স্টাফ বলেন, রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তার দেশে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একই সময়ে ২৩টি বিমান হামলা এবং ৬০টি রকেট হামলার ঘটনা ঘটেছে।
তিনি জানান, পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তার দেশের বিমান বাহিনীও রাশিয়ার ২৪টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
এর আগে শনিবার ইউক্রেনের বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের গুরুত্বপূর্ণ একটি বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি ইউক্রেনারগো জানিয়েছে, বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। তবে সামনে আরও বিদ্যুৎ বিভ্রাট হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
উল্লেখ্য, ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের পর থেকে ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা বাড়িয়েছে মস্কো।