বাংলাদেশের বরিশালে গৃহবধূকে ধর্ষণের মামলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশারকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের পরপরই ফাঁড়ি থেকে গ্রেফতার করা হয় ওই এসআইকে। পরে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে প্রেরণ করেন।
এসআই আবুল বাশার নগরীর স্টিমারঘাট ফাঁড়িতে দায়িত্বরত ছিলেন। তিনি বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর এলাকার মৃত আব্দুল জলিল খানের ছেলে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম মামলার এজাহারের বরাত দিয়ে বলেন, গত ৫ অক্টোবর গৃহবধূ থানায় আসেন। এখানে এসআই আবুল বাশারের সাথে তার পরিচয় হয়। গত ১৩ অক্টোবর বিকাল চারটার দিকে একটি মামলার বিষয়ে জানতে এসআই আবুল বাশারকে ফোন দেন ওই গৃহবধূ। তখন এসআই আবুল বাশার কোথায় আছেন জানতে চাইলে ঠিকানা দেন ওই নারী। কিছুক্ষণ পর এসআই আবুল বাশার তার কাছে গিয়ে কথা বলেন।
এক পর্যায়ে এসআই তার নিজস্ব অফিসিয়াল কক্ষ রয়েছে জানিয়ে তাকে সেখানে আলাপের কথা বলে নিয়ে যান। নগরীর প্যারারা রোডের আবাসিক হোটেল আলভি’র একটি কক্ষে ওই নারীকে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করেছেন বাদী।
ওসি আরও জানান, এ ঘটনায় শনিবার গৃহবধূ বাদী হয়ে এসআই বাশারের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়। আদালতে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।