রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সেনাদের সঙ্গে রাশিয়ার যে কোনও প্রত্যক্ষ সংঘর্ষ ‘বৈশ্বিক বিপর্যয়’ ডেকে আনবে। শুক্রবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।
রুশ প্রেসিডেন্ট বলেন, আমি আশা করি যা এমন কথা বলছেন তারা এমন পদক্ষেপ না নেওয়ার মতো বুদ্ধিমান হবেন।
ইউক্রেন সংঘাতের জন্য কোনও অনুশোচনা বোধ করছেন কিনা জানতে চাইলে পুতিন জবাবে বলেন, না। রাশিয়া সঠিক কাজ করছে।
রাশিয়ায় নতুন করে সমাবেশের কোনও পরিকল্পনা নেই বলেও উল্লেখ করেছেন পুতিন। তিনি বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে আংশিক সেনা সমাবেশের আওতায় ৩ লাখ সেনা নিয়োগ চূড়ান্ত হবে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঘোষণার পর হতে এখন পর্যন্ত ২ লাখ ২২ হাজার রিজার্ভ সেনাকে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়ার বিষয় চূড়ান্ত হয়েছে। ৩৩ হাজার ইতোমধ্যে সামরিক ইউনিটে অন্তর্ভুক্ত আছে এবং ইউক্রেনে অভিযানে যুক্ত আছে ১৬ হাজার।
পুতিন বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে আপাতত বড় ধরনের আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার। তার কথায়, এখন বড় হামলার প্রয়োজন নেই। অন্যান্য কাজ রয়েছে। এরপর তা স্পষ্ট হবে। ইউক্রেনকে ধ্বংস করা রাশিয়ার লক্ষ্য নয়।
পুতিন আরও বলেছেন, কৃষ্ণ সাগরে ইউক্রেনীয় খাদ্যশস্য রফতানির মানবিক করিডোর বন্ধ করা উচিত যদি দেশটি সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখে।