যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেংকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী লিজ ট্রাস। রাজনৈতিক চাপ ও বাজার নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে শুক্রবার (১৪ অক্টোবর) তিনি তাকে বরখাস্ত করা হয়।
কোয়াটেংয়ের জায়গায় এখন চ্যান্সেলর পদে আসতে পারেন জেরেমি হান্ট, যিনি একসময় যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। সরকারের একটি মহল এমন আভাসই দিয়েছেন।
কোয়াটেং গত ২৩ সেপ্টেম্বরে তার অর্থ পরিকল্পনা নিয়ে যে মিনি-বাজেট পেশ করেন তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
তিনি সরকারের ট্যাক্সের ক্ষেত্রে বড় ধরনের ছাড় দিতে ঋণ গ্রহণ বাড়ানোর যে পরিকল্পনা জানান, তাতেই মূলত চাপে পড়ে ব্রিটেনের বাজার। ফলে পাউন্ডের অবমূল্যায় হয় দ্রুত।
আর এমন সিদ্ধান্তের ফলে পদ খোয়াতে হল কোয়াটেংকে। কোয়াটেংকে নিয়োগ দেওয়ার মাত্র কয়েক সপ্তাহের মাথাতেই তাকে বরখাস্ত করার কঠিন সিদ্ধান্ত নিতে হল লিজ ট্রাসকে।
বরখাস্ত হওয়ার পর কোয়াটেং প্রধানমন্ত্রীর কাছে লেখা তার চিঠি টুইটারে পোস্ট করেছেন। তাতে তিনি লেখেন, “আপনার চ্যান্সেলর হিসাবে আপনি আমাকে সরে দাঁড়াতে বলেছেন। আমি তা মেনে নিয়েছি।”
যুক্তরাজ্যে সবচেয়ে কম সময় অর্থমন্ত্রীর পদে থাকা দ্বিতীয় ব্যক্তি হলেন কোয়াসি কোয়াটেং।