আফগানিস্তানে নারী ও কন্যা শিশুর প্রতি নিপীড়নমূলক আচরণের অভিযোগে তালেবান সরকারের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (১১ অক্টোবর) জাতিসংঘের আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্থনি ব্লিঙ্কেন এই নিষেধাজ্ঞার কথা জানান।
তালেবানের সাবেক ও বর্তমান নেতাদের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে জানিয়ে ব্লিঙ্কেন বলেন, “আফগানিস্তানে তালেবান সরকারের এক বছরেরও বেশি সময়ে সেখানকার নারীরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে। এটি একটি ভয়াবহ দৃষ্টান্ত যে, পৃথিবীর একমাত্র দেশ আফগানিস্তানে নারীদের ষষ্ঠ শ্রেণির বেশি পড়াশোনা করতে দেওয়া হয় না।”
২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের বাহিনী আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের পর সেখানে “কট্টরপন্থী তালেবানরা” মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে যেতে বাধা দেওয়া শুরু করে। তবে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়ার অনুমতি দেওয়া হয়েছে।
সম্প্রতি কাবুলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে ৫৩ জনেরও বেশি শিক্ষার্থী নিহত হন।