বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডিতে বাসায় মেকআপের জন্য ডেকে এনে এক বিউটিশিয়ানকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধানমন্ডি ২৮ নম্বর সড়কের একটি বাসায় মঙ্গলবার রাত ৮টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে।
ওই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
তার স্বামী জানান, ওই নারী সাভারে এক আত্মীয়ের বাসায় ছিলেন। সেখানে থাকা অবস্থায় একজন নারী কল করে ধানমন্ডিতে এসে মেকআপ করে দেয়ার জন্য তাকে অনুরোধ করেন। কল পেয়ে ২৮ নম্বর সড়কে আসার পর কয়েকজন জোর করে একটি বাসায় নিয়ে যায় তাকে। সেখানে অন্তত তিনজন তাকে ধর্ষণ করেন।
তিনি জানান, ধর্ষণকারীদের সঙ্গে এক নারীও ছিলেন।
বিউটিশিয়ানের স্বামী আরও জানান, তার স্ত্রী ৮ থেকে ৯ বছর ধরে বিউটিশিয়ান হিসেবে কাজ করেন। তিনি বাসায় গিয়ে মেকআপ করেন। মঙ্গলবার একটি কল পেয়ে সাভার থেকে ঢাকায় আসেন তিনি।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী বলেন, ‘ভুক্তভোগী অসুস্থ থাকায় আমরা এখনও ঘটনাস্থল খুঁজে পাইনি। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছি।’