বিচ্ছিন্নতাবাদী ধরার যুদ্ধে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে ভারতের সেনাবাহিনীর একটি প্রশিক্ষিত কুকুর। জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার তাংপাওয়া এলাকায় সোমবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
জুম নামের ওই কুকুরটির শরীরে গুলি বিদ্ধ হওয়ার পর হাসপাতালে ভর্তি করে এই ‘যোদ্ধাকে’ চিকিৎসা দেয়া হচ্ছে।
কর্মকর্তারা জানান, সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেয়ে এলাকা ঘিরে ফেলা হয়। এরপর শুরু হয় অভিযান। একপর্যায়ে বাড়ির ভেতর কুকুরটিকে পাঠানো হয়।
অন্যবারের মতো সোমবার সকালের এই অভিযানেও একইভাবে বিচ্ছিন্নতাবাদীদের খুঁজতে থাকে জুম। তবে ভেতর থেকে দুটি গুলি কুকুরটির শরীরের বিদ্ধ হয়।
কর্মকর্তারা বলেন, গুলিবিদ্ধ হয়েও তল্লাশি ও বিচ্ছিন্নতাবাদী ধরতে তৎপরতা চালিয়ে যায় প্রশিক্ষিত জুম। কুকুরটির কর্মদক্ষতায় দুজন নিহত হয়। পরে বিশেষ এ কুকুরটিকে সেনাবাহিনীর পশু হাসপাতালে ভর্তি করা হয়।
তারা জানান, জুম একটি উচ্চ প্রশিক্ষিত, হিংস্র ও প্রতিশ্রুতিবদ্ধ কুকুর। সন্ত্রাসীদের খুঁজে বের করতে এই প্রাণীটিকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। কাশ্মীরের অনেক অভিযানেই কুকুরটিকে ব্যবহার করা হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর এই অভিযানে লস্কর-ই-তৈয়বার দুই সদস্য নিহতের কথা নিশ্চিত করে কর্তৃপক্ষ বেশ কয়েকজন সেনা সদস্যের আহত হওয়ারও তথ্য জানিয়েছে।