ইউরোপের জন্য তুরস্ক অপরিহার্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। সোমবার রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
এরদোয়ান বলেন, আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ দেখিয়ে দিয়েছে যে, ইউরোপের জন্য তুরস্ক কতটা গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে দুনিয়ার প্রতিটি ঘটনাপ্রবাহ এই সত্যকে সামনে নিয়ে আসছে।
সম্প্রতি চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়টিও উল্লেখ করেন এরদোয়ান। জানান, এসব বৈঠকে তিনি স্পষ্ট করেছেন যে, তার দেশ আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থেকেই এজিয়ান সাগর এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের সংকটের সমাধান করতে চায়।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতার উদ্যোগ নেওয়ায় প্রাগ সম্মেলনে ইউরোপীয় নেতারা তুরস্কের প্রশংসা করেছে বলেও জানান এরদোয়ান।