সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) বোয়ার শহরের মিমুস্কা হাসপাতালে তাদের মৃত্যু হয়।
নিহত তিন শান্তিরক্ষী হলেন- সৈনিক জসিম উদ্দিন (৩১), জাহাঙ্গীর আলম (২৬) ও শরীফ হোসেন (২৬)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সোমবার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিট) বাংলাদেশি শান্তিরক্ষীদের বহনকারী একটি গাড়ি কাইটা এলাকা অতিক্রম করার সময় আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় চার বাংলাদেশি শান্তিরক্ষী আহত হন।
ঘটনার পর মেজর আশরাফুল হক এবং সৈনিক জসিম, জাহাঙ্গীর ও শরীফসহ আহত চার শান্তিরক্ষীকে উন্নত চিকিৎসার জন্য সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্রের বোয়ার শহরের মিমুস্কা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে (বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টা) তিন সৈনিক জসিম, জাহাঙ্গীর ও শরীফকে মৃত ঘোষণা করেন। অপর আহত শান্তিরক্ষী মেজর আশরাফুল হক হাসপাতালে চিকিৎসাধীন।
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত অন্য বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর।