ইতালির প্রথম বিভাগ ফুটবল লিগ সিরি আ-তে রবিবার সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময়) মুখোমুখি হয় সাসুয়োলো ও সালেরনিতানা। প্রথমবারের মতো একজন নারী রেফারি ম্যাচটি পরিচালনা করেন। তার নাম মারিয়া সোলে ফেরিয়েরি কাপুতি।
বুধবার (২৮ সেপ্টেম্বর) এই তথ্য দেয় ইতালির রেফারি অ্যাসোসিয়েশন। ৩১ বছর বয়সী কাপুতিকে তার মেধার কারণে নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন রেফারি এসোসিয়েশনের প্রধান আলফ্রেডো ত্রেনতালাঙ্গে।
তিনি বলেন, “আমরা কাউকে বিশেষ সুযোগ করে দেইনি। মারিয়া সোলে এটা অর্জন করেছেন।”
গত মৌসুমে তৃতীয় বিভাগের ম্যাচ পরিচালনা করেছিলেন কাপুতি। এরপর জুলাই মাসে তাকে শীর্ষ রেফারিদের তালিকায় নিয়ে আসা হয়।
পুরুষদের খেলায় নারী রেফারির সংখ্যা ক্রমেই বাড়ছে। কাতার বিশ্বকাপে তিনজন নারী রেফারি ম্যাচ পরিচালনার জন্য নির্বাচিত হয়েছেন।
নারী রেফারিদের মধ্যে সবচেয়ে আলোচিত ফ্রান্সের স্টেফানি ফ্রাপার। তিনি ইতোমধ্যে পুরুষদের চ্যাম্পিয়নস লিগ ম্যাচ, ফ্রান্সের লিগ ওয়ান ও বিশ্বকাপ বাছাই ম্যাচ পরিচালনা করেছেন।