ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘‘সরকারবিরোধী’’ বন্দুকধারীদের গুলিতে আলি মুসাভি নামে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির এক গোয়েন্দা কমান্ডার নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এর আগে সিস্তান-বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী শহর জাহেদান শহরে ‘‘সরকারবিরোধী’’ বন্দুকধারীরা তার বুকে গুলি চালায়।
নিহত আলী মুসাভি সিস্তান-বেলুচিস্তান প্রদেশে আইআরজিসি’র গোয়েন্দা ইউনিটের প্রধান কমান্ডার ছিলেন।
সিস্তান-বেলুচিস্তান প্রদেশের গভর্নর হোসেইন মোদাররেস খিয়াবানি বলেছেন, জাহেদানের থানায় শুক্রবারের সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্যসহ ১৯ জন নিহত ও অপর ২০ জন আহত হয়েছেন।
তিনি বলেন, সন্ত্রাসী ও বিপ্লববিরোধী গোষ্ঠীগুলোর সন্ত্রাসীরা থানায় পাথর মেরে হামলা শুরু করে এবং পরে গুলি চালায়।
এর পর সন্ত্রাসীরা ফায়ার সার্ভিসের একটি গাড়ি, ফায়ার সার্ভিসের একটি অফিস, একটি ব্যাংকসহ জাহেদান শহরের আরও কয়েকটি স্থানে হামলা চালাতে উদ্যত হয়। কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যদের সময়োচিত পদক্ষেপের কারণে সেসব হামলা ব্যর্থ হয়।
ইরানের ইসলামি বিপ্লববিরোধী সন্ত্রাসী গোষ্ঠী জয়েশ আল-জুলুম জাহেদানে শুক্রবারের হামলার দায় স্বীকার করেছে।