ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাংলােদশে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৪৮২ জন এবং মারা গেছেন ৩ জন। সোমবার (২৬ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশে ডেঙ্গুতে মারা গেছে ৫৩ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩২৮ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১৫৪ জন। আর চলতি মাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৮১জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৬৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই আছে এক হাজার ২৯৪ জন, আর বাকি ৩৯৮ জন ঢাকার বাইরে অন্য বিভাগের। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৪ হাজার ৩৬২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১২ হাজার ৬১৭ জন।