বাংলাদেশ বিভিন্ন সরকারি চাকরির আবেদনের ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের লাখ লাখ চাকরিপ্রার্থীদের জন্য বিষয়টি স্বস্তির খবর হয়ে এসেছে, তাতে কোনো সন্দেহ নেই।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নবম গ্রেড বা তদূর্ধ্ব চাকরির আবেদনের জন্য (নন ক্যাডার) নতুন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।
পাশাপাশি দশম গ্রেডের জন্য ৫০০ টাকা, একাদশ ও দ্বাদশ গ্রেডের জন্য ৩০০ টাকা আর ত্রয়োদশ থেকে ষোড়শ গ্রেডের জন্য ২০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, ১৭তম থেকে ২০তম গ্রেডের চাকরির জন্য ১০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সব মন্ত্রণালয়, বিভাগ, বিভাগ, অধিদপ্তর এবং স্বায়ত্তশাসিত সংস্থার জন্যই নতুন আবেদন ফি প্রযোজ্য হবে।