ভারতের উত্তরাঞ্চলে ২৪ ঘণ্টায় বজ্রাঘাত ও ভারী বৃষ্টিপাতে কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। শুধু বজ্রঘাতেই প্রাণ হারিয়েছেন ১২ জন। খবর আল জাজিরার।
ভারতের ত্রাণ কমিশনার রনবীর প্রসাদ জানিয়েছেন, উত্তর প্রদেশে ভারী বৃষ্টিপাতে বাড়ি-ধসে কমপক্ষে ২৪ জন মারা গেছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যে গত পাঁচদিনে বজ্রাঘাতে ৩৯ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাত থেকে নিজেদের কীভাবে রক্ষা করবে এ বিষয়ে নির্দেশিকা প্রদান করেছে সরকার।
জুন থেকে সেপ্টেম্বরের এই সময়টায় ভারতে বর্ষা মৌসুম। এসময় বজ্রপাতের বিষয়টি লক্ষ্য করা যায়। তবে গত কয়েক বছর ধরে বজ্রাঘাতে মৃত্যুর হার বাড়ছে ভারতে।
বিশেষজ্ঞরা বলছেন, বন উজাড়, জলাশয়ে কমে যাওয়া, দূষণসহ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বজ্রপাতের ঘটনা বাড়ছে। গত এক বছরে ভারতে বজ্রপাতের হার বেড়েছে ৩৪ শতাংশ। ফলে মৃত্যুও বাড়ছে। ভারতে প্রতিবছর শুধু বজ্রাঘাতেই মারা যান আড়াই হাজারের বেশি মানুষ।