বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ পেয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে তিনি এ দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে তিনি অতিরিক্ত আইজিপি পদমর্যাদায় র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্বরত রয়েছেন।
জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন বর্তমান পুলিশ মহাপরিদর্শক আইজিপি ড. বেনজীর আহমেদ। এরপরই নতুন পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
এদিকে, র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এম খুরশীদ হোসেন। তিনি বর্তমানে পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি ক্রাইম অ্যান্ড অপারেশন্সের দায়িত্বে রয়েছেন।
জানা গেছে, বর্তমান র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণে পর র্যাবের নতুন মহাপরিচালক এম খুরশীদ হোসেন দায়িত্ব গ্রহণ করবেন।