সরকারি চাকরি আইন অনুযায়ী বয়সসীমা শেষ হওয়ায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ আগামী ৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
সপ্তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা বেনজীর আহমেদ ১৯৮৮ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে কিশোরগঞ্জের পুলিশ সুপার, পুলিশ অ্যাকাডেমির প্রধান প্রশিক্ষক, পুলিশ সদরদপ্তরে এআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
২০০১ সালে তিনি সারদা পুলিশ একাডেমির চিফ ইনস্ট্রাক্টর (সিআই) ছিলেন। পরবর্তীতে টাঙ্গাইল পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের উপ-মহাপরিদর্শক ছিলেন। বসনিয়া ও কসোভোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও কর্মরত ছিলেন তিনি।
নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে “চিফ মিশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস” হিসেবে এক বছর কাজ করেন তিনি। ২০১৫ সালের ৭ জানুয়ারি থেকে ২০২০ সালের ১৪ এপ্রিল পর্যন্ত তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন। ২০২০ সালের এপ্রিলে তিনি বাংলাদেশ পুলিশের ৩০তম মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পান। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিনি মহাপুলিশ পরিদর্শকের দায়িত্ব পালন করবেন।
তিনি র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন ছয় বছরের বেশি। তার আগে তিনি প্রায় সাড়ে চার বছর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ছিলেন।
বেনজীর আহমেদ ১৯৬৩ সালের ১ অক্টোবর গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বেনজীর আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্ট্যাডিজ, অস্ট্রেলিয়ার ক্যানবেরা চার্লস স্ট্রার্ট ইউনিভার্সিটি ও সিঙ্গাপুরের বিশ্বব্যাংক আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে পড়াশোনা করেন।