কক্সবাজারের উখিয়ার শরণার্থী ক্যাম্পে এক স্বেচ্ছাসেবক নিহত হওয়ার একদিনের মধ্যেই আরও এক রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরে নিহত হওয়া রোহিঙ্গার নাম এরশাদ। তিনি উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পের এক্সটেনশন ক্যাম্প-৪ এইচের বাসিন্দা ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার। তিনি জানান, হত্যাকাণ্ডের কারণ খোঁজা হচ্ছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গত তিন মাসে ছয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবকসহ এ নিয়ে ১১ জন এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হলেন। পুলিশ এবং স্বেচ্ছাসেবকদের ধারণা, হত্যাকাণ্ডটি স্বেচ্ছাসেবীদের মাধ্যমে রাতে পাহারার পদ্ধতি অকার্যকর করার বিষয়ে একটি চক্রান্তের অংশ।
এর আগে, বুধবারে উখিয়ার বালুখালী ১৮ নম্বর ক্যাম্পে রাতের বেলায় পাহারায় নিয়োজিত থাকা মো. জাফার (৩৫) নামে এক স্বেচ্ছাসেবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শরণার্থী ক্যাম্পে একের পর এক হামলা ও হত্যাকাণ্ড ঘটাচ্ছে বিদ্রোহী রোহিঙ্গা সংগঠনগুলো।