গিরগিটি
খুব দ্রুত তারা শেষ করে দেবে
পাপ কর্মের জ্যামিতি…
প্রহরী, ও দাঁড়িয়ে আছে উচ্চতায়,
সে চূড়া পদোন্নতির আতঙ্ক ছড়ায় মনে।
শেষ পর্যন্ত মৃদু কম্পনে পৃথিবী কাঁপবে
আর ওরা
অস্ত্র-কল্পনায় প্রাজ্ঞ হতে হতে
সত্যি এবার পাল্টাবে রং ও পোশাক
শূন্যতা
ক্ষতস্থানে সাদা আর কালো মেঘ
এইমাত্র ব্যথা ভাঙ্গার ওষুধ খেয়ে
নিশ্চিন্তে শুয়েছি
লাল পিচ রাস্তা ধরে হেঁটে যাব…
মূল গল্প ভেঙে ভেঙে পড়তে চাইবে,
আর
এই পার্কে তোমার বসার কথা ছিল।
ওইসব অন্ধকারে…
উত্তরসূরি
ভাসা ভাসা মেঘ। নিকোলাস হেরে যাচ্ছে।
যে কোন দৃশ্যের থেকে এই রাত
ঝকঝকে তকতকে
দেখতে দেখতে গাছটার কাছে পটভূমি
তৈরি করে দিল কিছুটা কার্বন।
ভবিষ্যৎ বক্তা থেকে কেউ আজ
সরাসরি ঢুকে গেছে
পূর্বঘোষিত সম্পর্কে।
ভেনাস
এই বাড়ি
নিচে নদী বহমান
পুনর্জীবন রহস্যে
কেউ উবু হয়ে থাকে
সারাটা সকাল!
গ্রীষ্মকাল
নৌকা ভেসে যায়
ভেনাস তোমার
প্রেম ও প্রতিজ্ঞা হেতু…
মে মাসের সকাল
মে মাসের ধ্রুপদী সঙ্গীত।
তুমি সঙ্গে ছিলে, তাই
আমার প্রার্থনা শুনেছেন
সমঝদার ঈশ্বর!
নতুন আবাস
এক পাশে আপেলের গাছ।
যাদুকরী, তোমাকেই চিহ্ন রূপে
রেখে যাব এই জল আর বরফের দেশে
দমবন্ধ
আমার মুখ ধুয়ে দাও।
ধুয়ে দাও এই হাত ও মাথার রেখাংশ।
রক্তমাখা পোশাক খুলে ফেলে দিও কোনো সমুদ্র অথবা আগুনের গোলার্ধে।
দশ বছর ধরে আমি তোমার আয়না বহন করলাম।
আমাকে এবার ব্যবহার শেখাও।
ওই তেল চিরুনি আর কোণে রাখা টিপটি ধরলে,
আমি একজন শরতের রক্তমাখা কাশফুল।
টিকটিক করে ঘড়ি এগিয়ে চলেছে গন্তব্যে…