চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে নিহত আরও দুটি লাশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সুমন বনিক।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ডিএনএ পরীক্ষার মাধ্যমে নোয়াখালীর হাতিয়ার মো. মাইন উদ্দিন (২৩) ও কোম্পানীগঞ্জের মো. জুয়েল রানার (৩) পরিচয় শনাক্ত করা হয়।
তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছিল। পরে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সুমন বনিক জানান, এ নিয়ে নিহত ৫১ জনের মধ্যে ৩৯ জনের লাশ শনাক্ত করা হলো।
উল্লেখ্য, ৪ জুন রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের পর ভয়াবহ আগুনের ঘটনায় প্রথম দুদিনে ৯ জন ফায়ার সার্ভিস কর্মীসহ ৪১ জনের মৃতের খবর পাওয়া যায়। এরপর ৭ জুন ঘটনাস্থল থেকে আরও দুইটি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে একজন ফায়ার সার্ভিসেরই কর্মী এবং অন্যজন সিকিউরিটি গার্ড হতে পারে বলে ধারণা করে ফায়ার সার্ভিস।
এরপর ৮ জুন সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকা অবস্থায় মাসুদ রানা নামের আরও একজনের মৃত্যু হয়। এদিকে, শনাক্ত না হওয়ায় চমেক হাসপাতালের মর্গে পড়ে আছে দগ্ধ হয়ে মারা যাওয়া আরও ১২ লাশ।