আগামী মাসে অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্ব আসর। তার আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলেব বাংলাদেশ। তবে নিউজল্যান্ডের বিমানে ওঠার আগে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
মূলত বিশ্বপকাপের প্রস্তুতির অংশ হিসেবেই সাকিব আল হাসানের দল ম্যাচগুলো খেলতে আরব আমিরাত যাচ্ছে।
বাংলাদেশ দল দুবাই যাচ্ছে আগামী ২২ সেপ্টেম্বর। সেখানে এক সপ্তাহের মতো ক্যাম্প করবে। কয়েক দিনের অনুশীলন শেষে আগামী ২৫ ও ২৭ সেপ্টেম্বর স্বাগতিক দলের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। ম্যাচ শেষে ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন ক্রিকেটাররা। দেশে ফিরে দুইদিন বিশ্রাম নিয়ে তারা নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন। ওখানে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলেই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রওয়ানা হবেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন।
তিনি বলেন, “আমাদের ২২ তারিখে দুবাই যাওয়ার বিষয়ে একটা পরিকল্পনা রয়েছে। ২২ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে থাকবো। ২৮ তারিখ খুব সম্ভবত ফিরবো। এই সময়ের ভেতর আমাদের অনুশীলন ও দুটো প্র্যাকটিস ম্যাচ হওয়ার কথা রয়েছে। সেভাবেই আমরা আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করছি।”
বাংলাদেশ এর আগে শুধুমাত্র একবারই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয়েছে। ২০১৬ সালে সেই ম্যাচে ঘরের মাঠে ৫১ রানে জয় পায় টাইগররা।
অস্ট্রেলিয়ায় ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলই অংশ নেবে।সংযুক্ত আরব আমিরাত প্রাথমিক রাউন্ড এ গ্রুপে শ্রীলঙ্কা, নামিবিয়া এবং নেদারল্যান্ডের সঙ্গে খেলবে।