আন্তব্যাংক ডলারের নতুন দর প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে তারা বলছে, এই দর তারা নির্ধারণ করছে না। ব্যাংকগুলো নিজেদের মধ্যে যে দরে বেচাকেনা করছে সেটাই এখন আন্তব্যাংক দর। সে অনুযায়ী মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঢাকায় ডলারের সর্বোচ্চ মূল্য ১০৬ টাকা আর সর্বনিম্ন মূল্য ১০১ টাকা। অর্থাৎ লেনেদেনের ক্ষেত্রে একক দরও আর থাকছে না।
গতকাল সোমবার পর্যন্ত আন্তঃব্যাংক লেনদেনের ক্ষেত্রে ডলারের দর ছিল ৯৬ টাকা। তখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক এটি নির্ধারণ করত।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এখন থেকে আন্তঃব্যাংক লেনদেনের দৈনিক হিসাব রাখছে এবং বাংলাদেশ ব্যাংককে প্রতিদিন তা জানাচ্ছে। বাংলাদেশ ব্যাংক সবাইকে তাদের দেওয়া তথ্যই জানিয়ে দিচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আজ ‘টাকার বিনিময় মূল্য’ অংশে বলা হয়েছে, চাহিদা ও জোগানের ভিত্তিতে এবং বাফেদার নির্দেশনা অনুযায়ী আন্তব্যাংক লেনদেন এবং গ্রাহক লেনেদেনের জন্য টাকার বিনিময়মূল্য নির্ধারণ করছে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংক প্রতিদিন এটা আর নির্ধারণ করবে না।
সে অনুযায়ী ডলারের বিপরীতে টাকার মূল্য আজ ১৩ সেপ্টেম্বর সর্বোচ্চ ১০৬ টাকা ১৫ পয়সা এবং সর্বনিম্ন ১০১ টাকা ৬৭ পয়সা।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (বাফেদা) যে দাম দিয়েছে, সেই দামই প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, বাফেদা রেমিট্যান্সের ক্ষেত্রে ডলারের দর সর্বোচ্চ ১০৮ টাকা নির্ধারণ করেছে। এ ছাড়া বাণিজ্যিক রেমিট্যান্স ও রপ্তানি বিল নগদায়ন ৯৯ টাকা করেছে। রেমিট্যান্স ও রপ্তানি বিল নগদায়নে ব্যাংকগুলোর গড় (ওয়েট অ্যান্ড এভারেজ) অনুযায়ী আজকের রেট সর্বোচ্চ ১০৬ টাকা ১৫ পয়সা এসেছে। এটিই প্রকাশ করা হয়েছে।
তিনি আরও বলেন, এখন থেকে আন্তঃব্যাংক লেনদেনের এ রেটই প্রকাশ করা হবে। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম নির্ধারণ করবে না। তবে ব্যাংকগুলোর দেওয়া দর তদারকি করবে।
এদিকে, সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সরকারের বিভিন্ন আমদানির বিলসহ বাজারে ডলার সরবরাহ ঠিক রাখতে আজও বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ থেকে প্রতি ডলার ৯৬ টাকা দরে সাড়ে ৪ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।
ডলারের সংকট নিরসনে ১১ সেপ্টেম্বর বাণিজ্যিক ব্যাংকগুলো নিজেরাই সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেয়। ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় দাম নির্ধারিত হয়।