সব ব্যাংকের জন্য ডলারের অভিন্ন মূল্য সোমবার থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু তা কার্যকর করেনি কোনও ব্যাংক। তবে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) থেকে ডলারের নতুন দর কার্যকর করা হবে বলে ব্যাংকগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) বেসরকারি ব্যাংকের পাশাপাশি রাষ্ট্রীয় খাতের বাণিজ্যিক ব্যাংকগুলোও এবিবি ও বাফেদার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত কার্যকর করেনি। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) রবিবার বৈঠক করে সিদ্ধান্ত নেয়— সোমবার থেকে রফতানি নগদায়নে প্রতি ডলারের দাম হবে ৯৯ টাকা, আমদানিতে যা পড়বে ১০৪ টাকা ৫০ পয়সা। আর প্রবাসী আয়ে এক ডলারের সর্বোচ্চ মূল্য হবে ১০৮ টাকা।
এ প্রসঙ্গে এবিবি চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বলেন, ‘সব ব্যাংকের জন্য ডলারের অভিন্ন রেট কার্যকর হতে আরও দুই-একদিন সময় লাগবে। বাস্তবায়নের জন্য বাফেদা থেকে রবিবারই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে যেহেতু এটা নতুন ধারণা, সে কারণে একটু সময় লাগছে।’
তিনি বলেন, ‘রফতানিকারক ও প্রবাসীরা নতুন হারে ডলার লেনদেন করতে পারলেও আমদানিতে নতুন হার কার্যকর করতে কিছুটা সময় লাগবে।’
এদিকে ব্যাংকগুলোর জন্য ডলারের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত আসার পরও সোমবার খোলাবাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ১১৪ টাকায়।