রাজধানী ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিজি প্রেসের সামনে সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় বিজ্ঞান কলেজের স্কুল শাখার দশম শ্রেণির শিক্ষার্থী আলী হোসেন নিহতের ঘটনায় ঘাতক চালককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার মাইক্রোবাস চালক হলেন- জিয়াউল হক (৫০)। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার বিশ মাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক জানান, ১১ সেপ্টেম্বর সকাল সোয়া ৭টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বিজি প্রেসের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিজ্ঞান কলেজ স্কুল শাখার দশম শ্রেণির শিক্ষার্থী আলী হোসেন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ও পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় রোববার রাতেই তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সোমবার সকালে আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে ঘাতক মাইক্রোবাসটির চালক জিয়াউল হককে গ্রেফতার করা হয়েছে।