ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয়ক কমিটির সদস্য প্রীতম দাশকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। “ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে” তার বিরুদ্ধে মামলাটি করা হয়।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ পরিদর্শক হুমায়ূন বলেন, “ধর্মীয় উসকানিমূলক মন্তব্য করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
সূত্র জানায়, রাষ্ট্র সংস্কার আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি মুসুল্লিদের দৃষ্টিগোচর হলে তারা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
তাকে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেয় তারা।
পরে স্থানীয় ছাত্রলীগ নেতা মাহবুবুল আলম বাদী হয়ে গত ৩১ আগস্ট প্রীতমের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা করেন। এই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।