আগামী ১০ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হবে ”বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস”। দিবসটি উদযাপন উপলক্ষ্যে আজ ৭ই সেপ্টেম্বর ২০২২ তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ও নাসিরুল্লাহ সাইকোথেরাপী ইউনিট, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের Rb¨ মানসিক স্বাস্থ্যের যত্ন ও এর প্রয়োজনীয়তা বিষয়ক এক সচেতনতামূলক অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ শাহ্রিন খান রুপা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের আওতাধীন নাসিরুল্লাহ সাইকোথেরাপী ইউনিটের প্রোগ্রাম ডিরেক্টর প্রফেসর কামালউদ্দিন আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা মানসিক স্বাস্থ্য বিষয়ে বাংলাদেশের বর্তমান চিত্র নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি বর্তমানে তরুণদেi মধ্যে আশঙ্কাজনক হারে আত্মহত্যার প্রবনতার বিষয়টি গুরুত্তের সঙ্গে তুলে ধরেন। তারা মানসিক স্বাস্থ্যের যত্নে ও যে কোন মানসিক কষ্ট মোকাবেলা করার Rb¨ বিজ্ঞানসম্মত কৌশল জানার উপর গুরুত্ত দেন এবং প্রয়োজনে মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের শরণাপন্ন হবার পরামর্শ দেন। মানসিক স্বাস্থ্য বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী বিভিন্ন উদ্যোগের কথাও তারা উল্লেখ করেন। ২০২১ সালে আঁচল ফাউন্ডেশন নামে একটি সংগঠনের অনুসন্ধানে উঠে আসা গবেষণা ফলাফলে দেখা গেছে যে — সম্পর্কগত কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ২৪.৭৫ শতাংশ শিক্ষার্থী এবং পারিবারিক সমস্যার কারণে এ পথে ধাবিত হয়েছে ১৯.৮০ শতাংশ শিক্ষার্থী। অন্যদিকে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে ১৫.৮৪ শতাংশ শিক্ষার্থী বেছে নিয়েছে আত্মহননের পথ। ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিটি শ্রেণীর শিক্ষার্থী ও তাদের অভিভাবকদেi মানসিক স্বাস্থ্য বিষয়ে ধারাবাহিকভাবে সচেতনতামূলক সভার আয়োজনের ঘোষণা দেয়া হয়।
উক্ত সচেতনতামূলক সভায় মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাসিরুল্লাহ সাইকোথেরাপী ইউনিটের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আমির হোসেন ও কানিজ ফাতেমা।