‘শেখ হাসিনা যতবার ভারতে গিয়েছেন, শুধু দিয়েই এসেছেন, আনতে পারেননি কিছু’, বিএনপির এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমরা যা চেয়েছি, ভারত আমাদের তা-ই দিয়েছে। ভারতের সঙ্গে আমরা বন্ধুত্ব চাই। আপনারা ভারতের সঙ্গে অবিশ্বাস ও অনাস্থার দেয়াল তুলেছিলেন। আমার সেই দেয়াল ভেঙে দিয়েছি।’
বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘বিশ্বময় সংকটের এই মুহূর্তে দেশের জনগণকে বাঁচানোর জন্য যা যা প্রয়োজন, ভারত আমাদের তা-ই দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। আমার সেটি অর্জন করতে পেরেছি। ভারতের সঙ্গে ছিটমহল বিনিময় করেছি কোনও সংকট ছাড়া। সমুদ্রসীমা জয় করেছি। কুশিয়ারা নদীর পানিবণ্টনও হয়েছে। তিস্তার বিষয়টিও হবে।’