গভীর সমুদ্রে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। তাই কমছে দামও। বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে গত সপ্তাহের তুলনায় আকার ভেদে মণ প্রতি ইলিশের দাম কমেছে ৩-১৫ হাজার টাকা।
মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকাররা জানান, গত সপ্তাহে এক কেজি ওজনের ইলিশের মণ ছিল ৫৫ থেকে ৬০ হাজার টাকা। যা বর্তমানে ৪০ থেকে ৪৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ছোট ইলিশ গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৫-১৬ হাজার টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে ১২-১৩ হাজার টাকায়।
মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকার কালাম শেখ বলেন, সমুদ্রে মাছ বেশি ধরা পড়ায় দাম কমে গেছে। তাই ব্যস্ত সময় পার করতে হচ্ছে। গত সপ্তাহের তুলনায় তিনগুণ মাছ বেশি কিনেছি। দেশের বিভিন্ন আড়তে পাঠিয়ে ভালো লাভের আশা করছি।
জেলে সমিতির সভাপতি মন্নান মাঝি বলেন, গত কয়েকদিন ধরে জেলেদের জালে অনেক ইলিশ ধরা পড়ছে। এমন অবস্থা চলমান থাকলে জেলেরা লোকসান কাটিয়ে উঠতে পারবে।