তিস্তা নদীর পানি বণ্টন সমস্যা সমাধানের ভারত আবারও বাংলাদেশকে আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
তিনি বলেন, ‘‘আমরা এখনও আশ্বাসের পর্যায়ে আছি। আমরা বিশ্বাস করি যে ভারত যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ হবে, যদিও এতে সময় লাগতে পারে।’’
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর ভারতের রাজধানীর বাংলাদেশ হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সফরের বড় অর্জন বাংলাদেশের কুশিয়ারা নদীর পানি প্রত্যাহার চুক্তি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে চারদিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সাতটি সমঝোতা স্মারকের মধ্যে এটি অন্যতম।