সরকারের বিভিন্ন পদক্ষেপে অক্টোবর থেকে বাংলাদেশে মূল্যস্ফীতি কমবে বলে আশাপ্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ঢাকার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ডিজেএফবি উন্নয়ন সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
এম এ মান্নান বলেন, আগস্টের মতো সেপ্টেম্বরেও মূল্যস্ফীতি কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এরপর অক্টোবর থেকে মূল্যস্ফীতি কমার সম্ভাবনা রয়েছে।
সামনের দিনগুলোয় মূল্যস্ফীতি কমানোর সম্ভাব্য কারণ ব্যাখ্যা করে পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমানে দেশে রেকর্ড ২০ লাখ মেট্রিক টনের বেশি খাদ্য মজুত রয়েছে। আমন ধানের ফলন ভালো হওয়ায় বাজারে চালের দামও ধীরে ধীরে কমছে।
বাংলাদেশের অর্থনীতিকে “কর্মক্ষম অর্থনীতি” উল্লেখ এম এ মান্নান দাবি করেন, করোনাভাইরাস মহামারি এবং বৈশ্বিক পরিস্থিতি এর ওপর খুব বেশি প্রভাব ফেলেনি।
এছাড়া, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে সরকার প্রায় ৪.৫ বিলিয়ন ডলার সহায়তা পেতে যাচ্ছে বলেও জানান তিনি।
এই অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৫% অর্জনের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে মান্নান জানান, মুদ্রাস্ফীতি কমে অর্থনীতিতে সফল পরিবর্তন হলে ২০২২-২৩ অর্থবছরে ৭%-এর বেশি প্রবৃদ্ধি অর্জিত হবে বলে আশা করছি।
এম এ মান্নান বলেন, ২০২২-২৩ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭%-এ পৌঁছালে আমি খুশি হব।