মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে নির্বাচনে জালিয়াতির জন্য তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সামরিক শাসিত একটি আদালত এই রায় দেন।
আদালতের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় বেশি কিছু জানা যায়নি।
২০২১ সালের ফেব্রুয়ারিতে একটি অভ্যুত্থানের মাধ্যমে সু চিকে আটক করা হয়। ইতিমধ্যে দুর্নীতি ও উসকানিসহ বেশ কয়েকটি অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।