চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ভেদু (৪০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) দিবাগত রাতে অবৈধভাবে ভারত থেকে গরু আনার সময় এ ঘটনা ঘটে।
নিহত ভেদু শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের তাজউদ্দিনের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শিংনগর সীমান্ত দিয়ে ১০-১২ জনের একটি দল অবৈধভাবে ভারতে গরু আনতে যায়। মঙ্গলবার দিবাগত রাতে গরু নিয়ে ফেরার সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে ভেদুর মৃত্যু হয়।
নিহতের স্বজন তরিকুল ইসলাম ও মনাকষা ইউনিয়নের ইউপি সদস্য সেরাজুল ইসলাম বলেন, গতকাল রাতে বিএসএফের গুলিতে ভেদু মারা গেছেন। এছাড়াও গুলিতে আরও দুইজন আহত হয়েছেন।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন জানান, সীমান্তে হতাহতের ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। গোলাগুলির বিষয়ে বিজিবি কিছুই জানে না। এমনকি বিএসএফের দিক থেকেও কিছু জানানো হয়নি।