স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। বন্যায় দুর্গতদের সহায়তায় বাংলাদেশ ত্রাণ পাঠাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার আর্তমানবতার সেবায় সবসময় উদার। পাকিস্তানে বন্যায় বাচ্চারা খুব কস্টে আছে। আমি ইতোমধ্যে নির্দেশ দিয়েছি সেখানে কী লাগবে। তাদের জন্য খাবার কী কী দেওয়া যেতে পারে সেই ব্যবস্থা ইতোমধ্যে করতে বলেছি।”
মঙ্গলবার (৩০ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, “আমরা যুদ্ধে (১৯৭১) জয়ী হয়েছি। সেই হিসেবে তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। আমরা সেটাই পালন করছি। জাতির পিতা তা আমাদের শিখিয়েছেন। আমরা আর্তমানবতার সেবাই তাদের পাশে আছি।”
উল্লেখ্য, দেশটিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ৩ কোটি ৩০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছে দেশটি। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশ ইসলামাবাদের ডাকে সাড়া দিলেও আরও তহবিলের প্রয়োজন বলে বিবিসিকে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালমান সুফি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “পাকিস্তানের ৩ কোটি ৩৩ লাখ মানুষ বন্যার কবলে পড়েছে। যা দেশটির জনসংখ্যার ১৫%।”