বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক ৮৮ জন বাংলাদেশি জেলে ছয় মাস পর দেশে ফিরেছেন।
সোমবার (২৯ আগস্ট) বিকেলে সাতক্ষীরা সীমান্তে কালিন্দি নদীতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর জেলেকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় জেলেদের মাছ ধরার দুটি ট্রলারও হস্তান্তর করে বিএসএফ।
বৈঠকে সাতক্ষীরার কৈখালী বিজিবির নায়েক সুবেদার মফিজ মিয়া ও ভারতের শমসেরনগর ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর অনিল কুমার দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকের নেতৃত্ব দেন।
সুবেদার মফিজ মিয়া জানান, এসব জেলে গত ফেব্রুয়ারি মাসে সাগরে মাছ শিকারে যান। একপর্যায়ে তারা পথ হারিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করলে বিএসএফ তাদেরকে আটক করে। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের কারাগারে পাঠানো হয়
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, দীর্ঘদিন কারাভোগকারী এসব বাংলাদেশি জেলেকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক হয়। পরবর্তী পদক্ষেপ হিসেবে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় কারাগারে বন্দী ৮৮ জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়।