জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৫১.৬৮% দাম বাড়ানোর ২৩ দিন পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। তবে এখনো কোনো গেজেট প্রজ্ঞাপন জারি করা হয়নি।
সোমবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মঙ্গলবার মধ্যরাত থেকে দাম কার্যকর হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বার্তা সংস্থঅ ইউএনবিকে বলেছেন, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম এখন থেকে ৫ টাকা কমে ১০৯ টাকা, পেট্রোল ১২৫ টাকা এবং অকটেন ১৩০ টাকা মূল্যে বিক্রি করা হবে।
এর আগে দুই-একদিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয়ের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছিলেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তার ওই ঘোষণার কয়েক ঘণ্টা পরে এই সিদ্ধান্ত নেওয়া হলো।
উল্লেখ্য, বৈশ্বিক বাজারে অস্থিরতার মধ্যে গত ৬ আগস্ট সরকার জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি করে। ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১১৪ টাকা, পেট্রোলের দাম ১৩০ টাকা এবং অকটেনের প্রতি লিটার ১৩৫ টাকা।