নরওয়ের বারগেন শহরে নানা রকমের আয়োজনের মধ্যে দিয়ে লভস্ট্যাকেন দিবস পালিত হয়েছে। লভস্ট্যাকেন দিবস (Løvstakkdagene) হল স্থানীয় একটি উৎসব যা প্রতি বছর আগস্ট/সেপ্টেম্বরে আয়োজন করা হয়।
গত শনি ও রোববার (২৭-২৮ আগস্ট) নানা রকমের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা উপভোগ করেছে ওখানকার অধিবাসীরা।
শনিবার বেলা ১২টায় সিটি কর্পোরেশনের মেয়র রুণা বাকেরভিক (Rune Bakervik) এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
প্রতিবছর বারগেনের সোলহেইমসগাটেনে এই উত্সবটি দুই দিন ধরে চলে এবং বার্গেন সিটি কর্পোরেশন এবং স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ( Løvstakken Frivilligsentral) এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন ও পরিচালিত হয়।
শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ বছরের আয়োজিত অনুষ্ঠানমালা সাজানা হয়েছে ঘোড়ায় চড়া, ফেস পেইন্টিং, রদ্রিগো কর্টেজের প্রতিকৃতি অঙ্কন, কনসার্ট, নৃত্য পরিবেশন, কৌতুক প্রতিযোগিতা, ম্যানহোল কভার প্রিন্ট এবং আন্তর্জাতিক খাবার পরিবেশন। এছাড়াও প্রকাশ তারা করেছে লভস্ট্যাকসিড (Løvstakkside) নামে একটি ম্যাগাজিন।
এই অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ Bargen Indian society for art and culture পরিচালনায় ১১জন ক্ষুদে শিল্পীর নৃত্য পরিবেশন।
রোববার বেলা ১১টার স্থানীয় সংগঠন নিক্রনবর্গ (Ny-Krohnborg) সংস্কৃতি কেন্দ্র আয়োজিত পরিবারের জন্য চলচ্চিত্র প্রদর্শন, কার্স্টেন ডিঞ্জেল্যান্ড ট্রিও এবং হেলগে হাউকাস (ট্রুম্পেট) শিল্পীদ্বয়ের পরিবেশনায় সেন্ট মার্কস চার্চে জ্যাজ কনসার্ট এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।