নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নে হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
শনিবার (২৭ আগস্ট) রাতে তাদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে ।
এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বেড়া এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে বেড়িবাঁধ সংলগ্ন আলমগীরের দোকান এলাকায় কয়েকজন নারী-পুরুষ ও কয়েকজন শিশু নিয়ে ঘোরাফেরা করছিল। স্থানীয়দের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা বলে স্বীকার করে।
পরে তাদের চর এলাহী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর রাত সাড়ে ১১টায় তাদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয় ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বলেন, শনিবার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে রোহিঙ্গারা দালালের মাধ্যমে চট্টগ্রাম ও কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য পালিয়েছে। নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।