রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যার পর পুলিশ তাঁর লাশ উদ্ধার করে দক্ষিণখান থানায় নিয়ে যায়।
তিনি ইংরেজি বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, ভবনের ১০ তলা থেকে লাফ দেওয়ার আগে ওই ছাত্রী একটি চিরকুট রেখে যায়। তিনি নোটে তার বাবাকে একজন অপব্যবহারকারী এবং একজন ধর্ষক হিসেবে দোষারোপ করেছেন।
নোটে লেখা, “আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। কেউ প্রাণীদের সাথে থাকতে পারে, কিন্তু অমানুষের সাথে নয়। তিনি একজন নিষ্ঠুর ধর্ষক যিনি এমনকি বাড়ির সাহায্যকেও ছাড়েননি। আমিই তার করুণ পরিণতির শুরু।”
ওসি রশিদ আরও জানান, পাঁচ বছর আগে শাহিন আলম গোপনে বিয়ে করায় মেয়েটির মা তার বাবাকে দুই মাস আগে তালাক দেয়। মায়ের সঙ্গে তালাকের পরে ওই ছাত্রীর টিউশন ফি দেওয়া বন্ধ করে দেন তার বাবা।
পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীর কাছ থেকে পাওয়া চিরকুটে প্রাথমিকভাবে আত্মহত্যার প্রমাণ মিলেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।