সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপক অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শনিবার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, “একটি নির্দিষ্ট গোষ্ঠী সরকারবিরোধী প্রচারণার অংশ হিসেবে অপপ্রচার চালাচ্ছে। যেহেতু তারা কথা বলার মতো আর কিছুই খুঁজে পায় না, তারা এখন নতুন পাঠ্যক্রম নিয়ে অপপ্রচার চালাচ্ছে।”
তিনি বলেন, “আমরা নতুন পাঠ্যক্রম বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার মাধ্যমে জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার প্রসারে কাজ করছি। ধর্ম, নৈতিকতা এবং মূল্যবোধ এর অবিচ্ছেদ্য অংশ।”