ঢাকার আগারগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ১৪ তলা ভবন গাঁথুনির কাজ করার সময়ে পড়ে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে বহুতল ভবনের কয় তলা থেকে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে, তা জানা যায়নি।
শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- মো. রোকন (৩২) ও শাহাদাত হোসেন (২২)। দুজনেরই গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজীপুরে।
মৃত দুই শ্রমিকের সহকর্মী কবির হোসেন জানান, ভবনের বিভিন্ন ফ্লোরে কাজ চলছিল। শুক্রবার জুমার নামাজের পর ওই বহুতল ভবনে গাঁথুনির কাজ করার সময় রোকন ও শাহাদাত একতলা সেফটি টিনের চালের ওপর পড়ে যায়।
পরে তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা বিকেল পৌনে ৫টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শেরেবাংলা নগর থানাকে জানানো হয়েছে।