হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যাটালিয়ন-২ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর আওতাধীন বড়খাতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৮৯/১০-এস এর নিকট হতে ১০ গজ ভারতের অভ্যন্তরে ঘাতুপুতা (জিআর-১৪৪৯৮৫ এমএস ৭৮ এফ/৪) বামনপাড়া, শিতলকুচি, কুচবিহার নামক স্থানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের রংপুর তিস্তা-২ ব্যাটালিয়ন (বিজিবি-৬১) ও বিএসএফ-১৫৭ ব্যাটালিয়নের কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
রংপুর তিস্তা-২ ব্যাটালিয়নের (বিজিবি-৬১) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ ১২ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বিএসএফ-১৫৭ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী নবীন মোহন শর্মা তার ১২ সদস্যের বিএসএফ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও গরু চোরাচালান রোধ, জিরো লাইন থেকে ১৫০ গজের মধ্যে উন্নয়ন কাজ এবং অন্যান্য দ্বিপাক্ষিক সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করেন।
দুই প্রতিবেশী সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ, সহযোগিতামূলক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে ফলপ্রসূ আলোচনার পর উভয় পক্ষই সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে সম্মত হয়।