ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে (তলব করেছে) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট (বিএফআইইউ)। আগামী ২৯ আগস্টের মধ্যে তাকসিমের ব্যাংকের যাবতীয় হিসাব ও লেনদেনের তথ্য জমা দিতে বলা হয়েছে।
সম্প্রতি বিভিন্ন ব্যাংকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে বিএফআইইউ।
এর আগে ১৭ আগস্ট ঢাকা ওয়াসার এমডি হিসেবে তাকসিম এ খান ১৩ বছর ধরে বেতনসহ কত টাকা নিয়েছেন, তার হিসাব চায় হাইকোর্ট।
এসব হিসাব জানাতে ওয়াসার বোর্ডকে নির্দেশ দেন আদালত।