জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতাল চলছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল শেষ হবে দুপুর ১২টায়।
হরতালের সমর্থনে কিছু সংখ্যক নেতাকর্মীকে ভোর থেকেই রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিতে দেখা গেছে। পুলিশের উপস্থিতিতে সকাল ৭টার দিকে শাহবাগ ও পল্টন এলাকায় একাধিক মিছিল বের করে তারা।
তারা এক পর্যায়ে রাস্তা বন্ধ করার চেষ্টা করলেও পুলিশের সহায়তা যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নির্দিষ্ট লেনে গাড়ি চলাচল করায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে।
যেকোনো অনাকাঙ্খিত ঘটনা এড়াতে শাহবাগ মোড়ে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।
হাসপাতাল, ফায়ার সার্ভিস, মৃতদেহ বহনকারী যানবাহন, গণমাধ্যমের যানবাহন, ওষুধের দোকান এবং খাবারের হোটেলের মতো জরুরি পরিষেবা হরতালের আওতামুক্ত বলে জানিয়েছে বামজোট।