বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ১৭৮ জন। গতকাল রবিবার (২১ আগস্ট) শনাক্ত ছিল ১৭৩ জন। দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ৩১৬ জন এবং মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ১০ হাজার ১৪৮ জন।
সোমবার (২২ আগস্ট ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৫৬টি নমুনা পরীক্ষার বিপরীতে প্রতি ১০০ জনে শনাক্তের হার ৩ দশমিক ১৫ শতাংশ।
এদিন সুস্থ হয়েছেন ২৮১ জন এবং এখনও পর্যন্ত মোট সুস্থ হযেছেন ১৯ লাখ ৫৪ হাজার ২১ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৬৪৭টি,অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৬৫৬টি। এ পর্যন্ত মোট এক কোটি ৪৭ লাখ ১০ হাজার ৪৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ৩ দশমিক ১৫ শতাংশ এবং এ পর্যন্ত ১৩ দশমিক ৬৬ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ২১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, মৃত্যুবরণকরী পুরুষ ঢাকায় অবস্থান করছিলেন।