বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন করে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বুধবার থেকে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকগুলো সকাল ৯টায় খুলবে এবং বিকেল ৪টা পর্যন্ত চলবে। এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, নতুন কারিকুলামে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে পাঁচ দিন ক্লাস নেওয়ার পরিকল্পনা করছে সরকার।
মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী বিদ্যুতের সংকট আমাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে যাতে আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। শিক্ষার্থীদের স্কুলে নিয়ে যাওয়া যানবাহনে প্রচুর জ্বালানি খরচ হয়। স্কুলে দিনের সংখ্যা কমিয়ে জ্বালানি খরচ কমানো যেতে পারে।